Studio Raj & Telecom

বাংলা সিনেমার তালিকা সংযোজন >>

বাংলা সিনেমার তালিকা সংযোজন করা হয়েছে। এখানে কি কি বাংলা সিনেমা পাওয়া যাবে, তা আপনারা এই লিস্টের মাধ্যমে জানতে পারবেন। এখানে অনেক পুরনো সিনেমার কালেকশন রয়েছে, যা আগে থেকে সংরক্ষিত।আর প্রতিনিয়ত নতুন সিনেমা সংযোজন করা হচ্ছে। তাছাড়া, কি কি নতুন সিনেমা আসার আছে, তাও আপনি আগে থেকে জানতে পারবেন।


এখানে, সংরক্ষিত সিনেমাগুলি আমি কালো কালি (অর্থাৎ       );
নবাগত সিনেমাগুলি নীল কালি (অর্থাৎ       )
আর যে সিনেমাগুলি নতুন আসার আছে সেগুলি সবুজ কালি (       ) দিয়ে বুঝিয়ে দিয়েছি। আপনি এখানে ক্লিক করে সরাসরি বাংলা সিনেমা তালিকায় যেতে পারেন। তাছাড়া উপরের মেনু থেকে সিনেমা লিস্ট এ মাউস পয়েন্ট নিয়ে গেয়ে বাংলা সিনেমা তে ক্লিক করলেই সরাসরি এই লিংকে চলে যাবেন।

এখনো যদি কারো বুঝতে অসুবিধা থাকে, তবে আমি কিছু ছবি দিয়ে বুঝিয়ে দিলাম।

তির চিহ্ন স্থানে মাউস পয়েন্ট নিয়ে যান

তারপর

ক্লিক করুন।

ব্যাস, আপনার কাজ শেষ।




বিঃ দ্রঃ - আপনাদের ভালোলাগা কোনো সিনেমা যদি এই লিস্টে না থাকে তবে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। আমি ঐ উক্ত সিনেমা টি সংযোজন করার চেষ্টা করবো।


এই পোষ্টটা পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।


Share this article :

Post a Comment

 
Copyright © 2013-2014. স্টুডিও রাজ এন্ড টেলিকম - All Rights Reserved