Studio Raj & Telecom

রিলায়েন্সের নতুন সিম সম্বন্ধে তথ্য >>

পূর্বকথা -
বর্তমান বাজারে রিলায়েন্সের নেটওয়ার্ক সার্ভিস ভালো। তাছাড়া এর কল রেট অন্যান্য কোম্পানির চেয়ে তুলনামূলক কম। তবে পুঞ্চা এলাকায় এর একটা প্রবলেম আছে। প্রবলেমটা হল - যখন লাইন থাকে না তখন নেটওয়ার্ক থাকে না। হয়তো এই প্রবলেম থেকে আমরা তাড়াতাড়িই মুক্তি পাব। তবে প্রবলেমটা অতটা মেজর না; কারণ, কতক্ষণেই বা লাইন থাকে না।

যাক, বেশি কথা বলে লাভ নেই। এবার কাজের কথায় আসি >>

বিস্তারিত -
বর্তমান দরে এয়ারটেলের নতুন সিম কানেকশনের জন্য আপনার খরচ পড়বে ৬০ টাকা
যাতে আপনি টকটাইম পাবেন ৪২ টাকা। এবং এর সাথে আপনি পাবেন ১ মাসের প্রোমো। এই প্রোমোর কলরেট থাকবে ১.২ পয়সা প্রতি ২ সেকেন্ড

আপনাকে কি কি আনতে হবে?
১. ভোটার কার্ডের জেরক্স ১ কপি (ধ্যানে রাখবেন যেন জেরক্সকপি টি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বিশেষ করে ভোটার কার্ডের হলমার্কের ছবিটি যেন স্পষ্ট বোঝা যায়)।
২. পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি (অবশ্যই যার ভোটার কার্ড, ঐ একই ব্যক্তির ছবি)।
আর
৩. পূর্ব উল্লিখিত ৬০ টাকা। ব্যাস, কাজ শেষ।

সিম ক্রয়ের পরের কিছু তথ্য জানার বিষয়।
১. আপনার সিম এক্টিভেশন হতে সময় লাগবে কমপক্ষে ৭ থেকে ১০ দিন।
২. এক্টিভেশন না হওয়া পর্যন্ত আপনার সিমে কোনো নেটওয়ার্ক সিগন্যাল থাকবে না।
৩. এক্টিভেশন হওয়ার সাথে সাথে আপনার সিমে নেটওয়ার্ক চলে আসবে। কিন্তু, তখনো আপনি কোনো কল করতে পারবেন না।
৪. সিমে নেটওয়ার্ক সিগন্যাল আসার পর আপনাকে ****** নং এ কল করে, ভোটার কার্ডের তথ্য সঠিক ভাবে জানিয়ে দিতে হবে।
ব্যাস, আপনার সিমের ডকুমেন্ট ভেরিফিকেসন শেষ।

এবার নিশ্চিন্তে কল করুন।


এই পোষ্টটা পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
আপনার দিনটি শুভ হোক।

এ বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে মন্তব্য লিখুন (নিচে মন্তব্যের ঘরে)।
Share this article :

Post a Comment

 
Copyright © 2013-2014. স্টুডিও রাজ এন্ড টেলিকম - All Rights Reserved