Studio Raj & Telecom
প্রথম পাতার পর্যায়সারণী >>
print this page
সদ্য প্রকাশিত পোষ্ট

হিন্দি সিনেমার তালিকা সংযোজন >>

হিন্দি সিনেমার তালিকা সংযোজন করা হয়েছে। এখানে কি কি হিন্দি সিনেমা পাওয়া যাবে, তা আপনারা এই লিস্টের মাধ্যমে জানতে পারবেন। এখানে অনেক পুরনো সিনেমার কালেকশন রয়েছে, যা আগে থেকে সংরক্ষিত।আর প্রতিনিয়ত নতুন সিনেমা সংযোজন করা হচ্ছে। তাছাড়া, কি কি নতুন সিনেমা আসার আছে, তাও আপনি আগে থেকে জানতে পারবেন।


এখানে, সংরক্ষিত সিনেমাগুলি আমি কালো কালি (অর্থাৎ       ); 
নবাগত সিনেমাগুলি নীল কালি (অর্থাৎ       ) 
আর যে সিনেমাগুলি নতুন আসার আছে সেগুলি সবুজ কালি (       ) দিয়ে বুঝিয়ে দিয়েছি। আপনি এখানে ক্লিক করে সরাসরি বাংলা সিনেমা তালিকায় যেতে পারেন। তাছাড়া উপরের মেনু থেকে সিনেমা লিস্ট এ মাউস পয়েন্ট নিয়ে গেয়ে হিন্দি সিনেমা তে ক্লিক করলেই সরাসরি এই লিংকে চলে যাবেন।




বিঃ দ্রঃ - আপনাদের ভালোলাগা কোনো সিনেমা যদি এই লিস্টে না থাকে তবে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। আমি ঐ উক্ত সিনেমা টি সংযোজন করার চেষ্টা করবো।


এই পোষ্টটা পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

0 কমেন্ট

বাংলা সিনেমার তালিকা সংযোজন >>

বাংলা সিনেমার তালিকা সংযোজন করা হয়েছে। এখানে কি কি বাংলা সিনেমা পাওয়া যাবে, তা আপনারা এই লিস্টের মাধ্যমে জানতে পারবেন। এখানে অনেক পুরনো সিনেমার কালেকশন রয়েছে, যা আগে থেকে সংরক্ষিত।আর প্রতিনিয়ত নতুন সিনেমা সংযোজন করা হচ্ছে। তাছাড়া, কি কি নতুন সিনেমা আসার আছে, তাও আপনি আগে থেকে জানতে পারবেন।


এখানে, সংরক্ষিত সিনেমাগুলি আমি কালো কালি (অর্থাৎ       );
নবাগত সিনেমাগুলি নীল কালি (অর্থাৎ       )
আর যে সিনেমাগুলি নতুন আসার আছে সেগুলি সবুজ কালি (       ) দিয়ে বুঝিয়ে দিয়েছি। আপনি এখানে ক্লিক করে সরাসরি বাংলা সিনেমা তালিকায় যেতে পারেন। তাছাড়া উপরের মেনু থেকে সিনেমা লিস্ট এ মাউস পয়েন্ট নিয়ে গেয়ে বাংলা সিনেমা তে ক্লিক করলেই সরাসরি এই লিংকে চলে যাবেন।

এখনো যদি কারো বুঝতে অসুবিধা থাকে, তবে আমি কিছু ছবি দিয়ে বুঝিয়ে দিলাম।

তির চিহ্ন স্থানে মাউস পয়েন্ট নিয়ে যান

তারপর

ক্লিক করুন।

ব্যাস, আপনার কাজ শেষ।




বিঃ দ্রঃ - আপনাদের ভালোলাগা কোনো সিনেমা যদি এই লিস্টে না থাকে তবে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। আমি ঐ উক্ত সিনেমা টি সংযোজন করার চেষ্টা করবো।


এই পোষ্টটা পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।


0 কমেন্ট

বর্ণ বিভ্রাটের জন্য দুঃখিত >>


1 কমেন্ট

রিলায়েন্সের নতুন সিম সম্বন্ধে তথ্য >>

পূর্বকথা -
বর্তমান বাজারে রিলায়েন্সের নেটওয়ার্ক সার্ভিস ভালো। তাছাড়া এর কল রেট অন্যান্য কোম্পানির চেয়ে তুলনামূলক কম। তবে পুঞ্চা এলাকায় এর একটা প্রবলেম আছে। প্রবলেমটা হল - যখন লাইন থাকে না তখন নেটওয়ার্ক থাকে না। হয়তো এই প্রবলেম থেকে আমরা তাড়াতাড়িই মুক্তি পাব। তবে প্রবলেমটা অতটা মেজর না; কারণ, কতক্ষণেই বা লাইন থাকে না।

যাক, বেশি কথা বলে লাভ নেই। এবার কাজের কথায় আসি >>

বিস্তারিত -
বর্তমান দরে এয়ারটেলের নতুন সিম কানেকশনের জন্য আপনার খরচ পড়বে ৬০ টাকা
যাতে আপনি টকটাইম পাবেন ৪২ টাকা। এবং এর সাথে আপনি পাবেন ১ মাসের প্রোমো। এই প্রোমোর কলরেট থাকবে ১.২ পয়সা প্রতি ২ সেকেন্ড

আপনাকে কি কি আনতে হবে?
১. ভোটার কার্ডের জেরক্স ১ কপি (ধ্যানে রাখবেন যেন জেরক্সকপি টি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বিশেষ করে ভোটার কার্ডের হলমার্কের ছবিটি যেন স্পষ্ট বোঝা যায়)।
২. পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি (অবশ্যই যার ভোটার কার্ড, ঐ একই ব্যক্তির ছবি)।
আর
৩. পূর্ব উল্লিখিত ৬০ টাকা। ব্যাস, কাজ শেষ।

সিম ক্রয়ের পরের কিছু তথ্য জানার বিষয়।
১. আপনার সিম এক্টিভেশন হতে সময় লাগবে কমপক্ষে ৭ থেকে ১০ দিন।
২. এক্টিভেশন না হওয়া পর্যন্ত আপনার সিমে কোনো নেটওয়ার্ক সিগন্যাল থাকবে না।
৩. এক্টিভেশন হওয়ার সাথে সাথে আপনার সিমে নেটওয়ার্ক চলে আসবে। কিন্তু, তখনো আপনি কোনো কল করতে পারবেন না।
৪. সিমে নেটওয়ার্ক সিগন্যাল আসার পর আপনাকে ****** নং এ কল করে, ভোটার কার্ডের তথ্য সঠিক ভাবে জানিয়ে দিতে হবে।
ব্যাস, আপনার সিমের ডকুমেন্ট ভেরিফিকেসন শেষ।

এবার নিশ্চিন্তে কল করুন।


এই পোষ্টটা পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
আপনার দিনটি শুভ হোক।

এ বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে মন্তব্য লিখুন (নিচে মন্তব্যের ঘরে)।
0 কমেন্ট

ভোডাফোনের নতুন সিম সম্বন্ধে তথ্য >>

দুঃখিত, এখন উপলব্দ নেই।
0 কমেন্ট

এয়ারটেলের নতুন সিম সম্বন্ধে তথ্য >>

পূর্বকথা -
বর্তমান বাজারে এয়ারটেলের নেটওয়ার্ক সার্ভিস ভালো। বিশেষ করে পুঞ্চার আশেপাশের গ্রামগুলোতে বেশ ভালোই নেটওয়ার্ক থাকে। একটা কথা আমরা সবাই ভালভাবেই জানি যদি ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক মতো না থাকে তবে, ফোন ব্যবহার করে শান্তি পাওয়া যায় না।

যাক, বেশি কথা বলে লাভ নেই। এবার কাজের কথায় আসি >>

বিস্তারিত -
বর্তমান দরে এয়ারটেলের নতুন সিম কানেকশনের জন্য আপনার খরচ পড়বে ১০০ টাকা।
যাতে আপনি টকটাইম পাবেন ৮৮ টাকা। এবং এর সাথে আপনি পাবেন ৩ মাসের প্রোমো। এই প্রোমোর কলরেট থাকবে ১.৪ পয়সা প্রতি ২ সেকেন্ড

আপনাকে কি কি আনতে হবে?
১. ভোটার কার্ডের জেরক্স ১ কপি (ধ্যানে রাখবেন যেন জেরক্সকপি টি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বিশেষ করে ভোটার কার্ডের হলমার্কের ছবিটি যেন স্পষ্ট বোঝা যায়)।
২. পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি (অবশ্যই যার ভোটার কার্ড, ঐ একই ব্যক্তির ছবি)।
আর
৩. পূর্ব উল্লিখিত ১০০ টাকা। ব্যাস, কাজ শেষ।

সিম ক্রয়ের পরের কিছু তথ্য জানার বিষয়।
১. আপনার সিম এক্টিভেশন হতে সময় লাগবে কমপক্ষে ৭ থেকে ১০ দিন
২. এক্টিভেশন না হওয়া পর্যন্ত আপনার সিমে কোনো নেটওয়ার্ক সিগন্যাল থাকবে না।
৩. এক্টিভেশন হওয়ার সাথে সাথে আপনার সিমে নেটওয়ার্ক চলে আসবে। কিন্তু, তখনো আপনি কোনো কল করতে পারবেন না।
৪. সিমে নেটওয়ার্ক সিগন্যাল আসার পর আপনাকে ****** নং এ কল করে, ভোটার কার্ডের তথ্য সঠিক ভাবে জানিয়ে দিতে হবে।
ব্যাস, আপনার সিমের ডকুমেন্ট ভেরিফিকেসন শেষ।

এবার নিশ্চিন্তে কল করুন।


এই পোষ্টটা পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
আপনার দিনটি শুভ হোক।

এ বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে মন্তব্য লিখুন (নিচে মন্তব্যের ঘরে)।
0 কমেন্ট

সাইটের নির্মাণ কাজ চলছে...... >>

আমি স্টুডিও রাজ এন্ড টেলিকম থেকে আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানায় ।

যেহেতু, ওয়েব সাইট নির্মাণের কাজ এখনো চলছে, সুতরাং সমস্ত লিংক সঠিক ভাবে কাজ নাও করতে পারে ।

কিন্তু, আমি আশা করছি খুব তাড়াতাড়ি এর কাজ শেষ করে ফেলবো । কাজ শেষ করবো বলাটা ভুল; কারণ ওয়েব সাইট নিয়মিত আপডেট করতে হয়, নাহলে ওয়েব সাইটের মান থাকে না ।

তাই, কাজ শেষ করবো কথাটা ভুল।

বরং এরকম বলা যায় যে - খুব তাড়াতাড়ি ওয়েব সাইটটি ব্যবহারের উপযোগী করে তুলবো ।

যাক, বেশি কিছু বলে লাভ নেই,
আপনারা নিয়মিত সাইটে ভিজিট করুন।
প্রতিদিন অনেক কিছু আপডেট হবে।
ব্যাস, আর সেরকম কিছু লিখছি না..................
বাই বাই............... টাটা............

বিস্তারিত জানতে যোগাযোগ করুন - স্টুডিও রাজ এন্ড টেলিকম - এ


0 কমেন্ট
 
Copyright © 2013-2014. স্টুডিও রাজ এন্ড টেলিকম - All Rights Reserved